নগ্ন পায়ে বেশ কিছুদূর এগিয়ে ছিলাম
ছোট্ট ছোট্ট কদমে  
কিছু দূর এগিয়েই দেখা এক ছোট্ট কণার সাথে
রুপালি জ্যোৎস্নার সাথে খেলা করছিল আনমনে।


দলছুট স্বপ্ন
আড় ভেঙে নির্বাক চেয়ে ইতিউতি
নিঃসঙ্গ পৃথিবীতে শঙ্কা অমূলক নহে।  
শীতল রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর
ক্রমশ একঘেয়ে লাগে দীর্ঘতম গতিপথ
ক্ষীণ কোলাহল এগিয়ে আসে ক্রমশ,
ভাস্করের সম্ভাষণে
কিন্তু ভিড়ের মাঝে অদৃশ্য অন্তিম আশঁসা
দোসরেরও নেই কোনও খোঁজ
প্রভাতের সদ্য ফোঁটা ফুলের পাপড়ির ছোঁয়ায় কোমল মন
তবুও একাকী মনে আবেগের বাদল  
ভেঙেছে স্বপ্নের বাসর
স্রোতের বেগে বয়ে যায় অশ্রু অনেক।
এখন একটু শান্তি, ব্যস একটু প্রশান্তির বাসনা  
অভিশপ্ত দিনের অন্তে সূর্যাস্তের শেষে  
আঁধার রাতে নামুক আলোর বন্যা।