আমার একলা দুপুর, নীরব আনমনা
পর্দার আড়ালে সূর্যের উঁকিঝুঁকি
পালন করছি একলা অবসর
স্মৃতিগুলো সব একে একে দেয় উঁকি।


এই দুপুরে লেগে আছে কত রং 
পাঠশালা-মন উড়ান দূর দেশে
পঙ্খিরাজে সওয়ারী এ মন
কাল সীমান্ত হারাতো যে নিমেষে।


ভাতঘুম ছিলো না অলস দুপুরবেলায়
দুরন্ত প্রাণের নিত্য ছোটাছুটি
ছুটির ঘন্টা বাজবে যে কখন
খেলতে যাওয়ার চূড়ান্ত আকুতি।


ছুটির দুপুর মায়ের পিছু পিছু
এ ঘর সে ঘর বায়না আবোলতাবোল
মাগো এবার মামার বাড়ি গেলে
দুপুর বেলায় খেলতে চাইগো কেবল।


ভরদুপুরে বাউল গানের সুর
মন কেমনের একতারা তান বাজে
ঘুঘুর ডাকে হঠাৎ এ মন উদাস
মন লাগে না আর কোনো মোর কাজে।


গনগনে রোদে তপ্ত দুপুরবেলা
জল পিয়াসী একলা চাতক ওড়ে
জানলা দিয়ে মন পালাতো কেমন
রাখাল যখন বাঁশি বাজায় দূরে।


চৈত্র মাসের ঘেমো দুপুরবেলা
ছেলের দলের পুকুর জলে ঝাঁপ
আমি তখন শুনতে ব্যস্ত রই
ঘুলঘুলিতে চড়াই পাখির ডাক।


শ্যাওলা ধরা গ্রামের পুকুর পাড়ে
ডাহুক গুলো আজও বেড়ায় বুঝি
নানা রঙের আমার দুপুর গুলো
স্মৃতি হাতড়ে আজও বেড়াই খুঁজি।


এখন আমার দুপুর অন্যরকম
কাচের ঘরের শীতল পরিবেশে
রোদের সেথায় আসতে আছে মানা
 দুপুর আমার হারায় অবশেষে॥