জীবনের সোজা পথ ভাব যত সোজা,
অত সোজা মোটে নহে বাঁকা-ভেজা-ভাজা ;
মনে হবে প্রতিক্ষণে এযে আমি পারি ,
প্রকাশের আশুক্ষণে পাবে না সে নাড়ি ।

মনে হবে কাল হবে, করবই কাল,
এমনিতে গত হবে তোর চিরকাল;
আজকের কাজ যদি আজকেই করো,
অনতিবিলম্বে তবে দেরীটাকে মারো ।


একটু পরের তরে পর নাহি থামে,
হাজার হাজার বর্ষ পরে যায় বামে;
পর-তরে কাজ আর ফেলে রাখা নয়,
কর্মদক্ষতার এতে হয়ে যায় ক্ষয় ।


মাত্র তো ক্ষণিক কষ্ট আশুক্ষণে কাজ,
ক্ষণবাদে মস্ত জমে, শিরে পরে বাজ;
সল্প সময়ের মাঝে হতো যে বা কর্ম,
অবহেলা অনাদরে ঝরায় সে ঘর্ম ।


মূল্যবোধ-নীতিবোধ সময়ের মূল্য,-
যথার্থ সময়ে ফাঁকি আনে অবমুল্য;
এহেন সময়-জ্ঞানে অবহেলা টেনে,
জীবন দুঃখের স্রোতে ঠেলাগাড়ি টানে ।


বড় যদি চাও হতে,কে বা নাহি চায়,-
ফাঁকি মেরে হার নিজে কিবা এসে যায়;
সঠিক সময়ে যদি যথা কাজ করো,-
তবেই মানুষ হয়ে অমরত্বে মর ।।