বেকার জীবন তাই মন বলে,
      কেমন জীবন হায়-
টাকা ছাড়া যেন চাকরি পাওয়া
     একালে বড়ই দায় ।


সরকারি অথবা বেসরকারি
   প্রতিষ্ঠান ভারা ভারা,
অর্থ হীনে কোন ছাত্র-ছাত্রীদের-
  দেয় না চাকরি এরা ।


ট্রেনিং লাগে সেথা যোগদান আগে
    ফ্রিতে আর কিবা হয়...???
কোচিং নেবে যদি রাইস-মাইসে
    বান্ডিল না হলে নয় ।


কত শত বিজ্ঞাপন বের হয়
   তলে তলে কাজ চলে,
টাকাকড়ি আর নেতা না থাকলে-
   প্রতিভা ডুববে জলে ।


মামা কাকা নেইরে প্রতিষ্ঠাবান
   বেকারত্ব নিয়ে থাক,
টাকা নেই তবু চাকরিও চায়
   বিলম্ব না করে ভাগ ।


পড়ে পড়ে খেটে করো চুয়াত্তর
    না পড়ে করবে ছিয়াশি,
টাকা আছে মোর কেন খাটি বলো-
    প্রশ্ন আগেই পেয়েছি ।


হেন চাকরীর দুর্লভ বাজারে
  স্বল্পে অতি মারামারি,
সাধারন লোক পিছে পড়ে রয়-
  অভিজাত বাড়াবাড়ি ।


পাঁচ লাখে জোটে রেলওয়ে প্রশ্ন
   চার লাখে সব বাকি,
রিক্ত হস্তে মেধাবি-প্রতিভাশালী-
  পড়াতে দিয়েছ ফাঁকি ।


পড়ুয়াদের বড্ড অল্প জায়গা
   চুল ছেড়া প্রতিযোগী,
অনাহারে আর অর্ধাহারে দুঃখী
   ফাঁকিবাজ সুখ ভোগী ।


যদি পারতাম একাকী এদের
  লাথি মারতাম শিরে,
ক্ষমতার বলে প্রিয় পানে যারা-
  চাকরীটা দিয়ে বীরে ।


অন্যায় করেও বড় গুনী ওঁরা-
   মহামানবের দলে,
সাধ্য থাকলেই কেরোসিন ঢেলে-
   আগুন দিতাম চুলে ।


একাকী কি করে এমন প্রয়াস ?
   জাগো হে ভারতবাসী,
বেছে বেছে করি বিষহীন, ওঁরা-
   আমাদের প্রতিবেশী ।।