খুইলা ফারাক্কার বাঁধ মুচকি হাসে
ওরা কতো নিষ্ঠুর সীমাহীন,
বানভাসি লাখো মানুষের দুর্ভোগ  
আছে পানিবন্দি আশ্রয়হীন।  


রিলিফওয়ালার পথ চাইয়া থাহি
অথৈ জলে খাই হাবুডুবু,
খাওনের পানির নাইরে যোগান
হগলে ক্ষিধা তৃষ্ণায় কাবু।


ধান-চাইল মাছ ভাইসা গেলোরে  
ঘর বাড়ী ভাঙ্গে তীব্র ঢেউ,
ভোটের সোময় দরদী হইছিলো  
আইলো না দেখবার কেউ।


কেউ দ্যাহে না কেউ হোনে না
অনাহারীর করুণ আর্তনাদ,
গবাদি পশু আর মানুষ মইলো
ফারাক্কা হইলো মরণ ফাঁদ।


দেয়না তিস্তার পানির ন্যায্য হিস্যা    
করেনা আইনের তোয়াক্কা,
অধিকার থাইকা বঞ্চিত বাংলাদেশ
ডুবাইতে খুইল্লো ফারাক্কা।        


অসহায় মানুষের কষ্ট-আহাজারি
বানের জল করে থৈ থৈ,
জোটে না হগলের দিন তিন বার
একটু চিড়া গুড় মুড়ি খৈ।

খোলা আকাশের তলে ঘুম আহেনা  
আতংকে মা বইন কইন্যা,  
হারা বছর খামু কি যে ভাইবা ভাইবা    
কাটেনা প্রহর মরার বইন্যা।  


রিলিফ চুরির লাগবো যে হিরিক
পামু না বিপদে তা জানি,
আল্লাহ্ ছাড়া হুনবো না কেউরে  
বিপর্যয়ের হাহাকার ধ্বনি।  


আশ্রয়হীন মানবেতর জীবনের দুখ্  
নিরন্ন মানুষের শত আকুতি,
দেইখা না দেখার ভান কইরা থাহে
কত বিত্তশালী-সমাজপতি!


আল্লাহর ধারে মিনতি বন্যার্তদের
মার্জনা করো মেহেরবান,  
মহাবিপদ ও  অনাগত ভোগান্তির
দাওগো সংকটে পরিত্রাণ।