মা তুমি আছো তাই সুখে ভরা এ ভুবন  
মনে হয় ধরণীর সেরা ধনী আমি
আলোকিত মুগ্ধ মন ।।


হজ্বের পুণ্য হয় যত করি প্রিয় মুখদর্শন  
চুমি পদতলে বেহেস্তি তোরণ
মায়ের চেয়ে দামি কিছুই  
করেনি খোদা সৃজন ।।


মা যে মোর পুলকিত হৃদয়ের স্পন্দন
উষা রবি নিশি তারা চাঁদ নন্দন
হাসিতে ফোটে ফুল কাননে
কষ্টের জল ঢাকে নয়নে ।।


সইতে পারবোনা আমি নির্মম জীবন
যদি কেড়ে নেয় তোরে মরণ
মায়া ভরা আঁচলের ছোঁয়া
অনুভবে রয় সারাক্ষন ।।