কষ্টতো হরেক রকম
আমার কাছে কষ্ট একটিই রকম,
আমাকে ছেড়ে তোমার চলে যাওয়া
আমার কাছে এটি চির মনোবেদনা।
বকুল ফুলের সুতোয় দিয়ে বুনো
ভালোবাসার হাড় বলেছিলো
প্রতিটি গাঁথনে রয়ে আছে
দুটি প্রাণের অস্তিত্ব গাঁথা,
অমর ভালোবাসার অমলিন ছায়া।
আজো একলা বসি পুকুর ধারে,
যখন দেখি বাঁশের পাতা থেকে
ঝরে পড়া বৃষ্টির ফুটোগুলো
ঢেউহীন শান্ত পানিতে ঢেউ খেলে,
স্মৃতি ধারায় তখন ভেসে গিয়ে
অশ্রুসিক্ত জলে আমার নয়ন ভাসে।
কারন আমাকে ছেড়ে তোমার চলে যাওয়া
আমার কাছে এটি চির মনোবেদনা।