মুনাফা চাই অধিক মুনাফা
কিভাবে আসবে তা জানি না,
ব্যবস্থাপনা পরিচালক থতমত খেয়ে
মালিকের কথা হজম করলো উপায় না পেয়ে।
চাকরি তাহার বাচাঁতে হবে
নতুবা জীবন চলবে কিভাবে?
আদেশ হলো চালাও স্টীম রোলার
বেড়ে গেল মালিক শ্রমিকের ব্যবধান,
চাপ সহ্য না করতে পেরে
মধ্যবর্তী কিছু কর্মী চাকরি দিলো ছেড়ে।
শ্রমিক অসন্তোষ থোড়াই কেয়ার
চলে যাক নিয়োগ দাও
এই আবার চিন্তা কিসের?
মানব সম্পদ বিভাগের এই কাজ যেন নিত্যদিনের।
কয়দিন পরপর পরিবেশ অধিদপ্তর
কিংবা শ্রম অধিদপ্তর থেকে আসে চিঠি,
চিঠির জবাব না পেয়ে
চলে এসে বলে আমি সরকারি কর্মচারি।
টাকা দাও বিদায় করো
সরকারি কর্মচারীর মন রক্ষা করো
আর শ্রমিক অসন্তোষ থোড়াই কেয়ার করো।