কবিতা লেখার ভাষা হবে আমার
অবুঝ শিশুর আবদার নিয়ে আসা
দুরন্ত কিশোর কিশোরীর দুরন্তপনায়
খেলার ছলে মাতোয়ারা হয়ে উঠে যে ভাষায়।
কবিতা লেখার ভাষা হবে আমার
কৃষক-কৃষাণী, শ্রমজীবী মানুষ
সুখের আহ্লাদে মেতে উঠে যে ভাষায়।
কবিতা লেখার ভাষা হবে আমার
পড়ন্ত বিকেলে গ্রাম্য বধুর দল বেধে আঙ্গিনায় বসে
আড্ডায় মেতে উঠে যে ভাষায়।
কবিতা লেখার ভাষা হবে আমার
গ্রামে বর্ষায় কদম ফুল দেখে
শহুরের মেয়ের আনন্দ প্রকাশ করে
গ্রামে আমার সহজ সরল মায়ের কাছে যে ভাষায়।
কবিতার লেখনী হবে সহজ সরল ভাষায়।