বঙ্গোপসাগরে জাহাজ যদি হয় টলোমলো
তুমি যদি দিকভ্রষ্ট হও
আমাকে খুঁজে নিতে
কুতুবদিয়ার বাতিঘরে তাকিও।
তুমি যদি একলা চলতে ভয় পাও
আমাকে খুঁজে নিতে
তোমার ছায়ার দিকে তাকিও।
তুমি যদি স্বাধীনতা পেতে চাও
আমাকে খুঁজে নিতে
বিলের মঝে শালিক পাখির দিকে তাকিও।
তুমি যদি সুখী হতে চাও
আমাকে খুঁজে নিতে
শাদা কাগজে বিন্দুটির দিকে তাকিও।
তুমি যদি ভালোবাসা পেতে চাও
আমাকে খুঁজে নিতে
দূরের নীল আকাশে তাকিও।