মানুষ দেখি মানুষ খুঁজি
মানুষের মন বুঝতে চিত্র অঙ্কন করি,
কিন্তু আমার চিত্রায়িত মানুষ কই?
ডানে মানুষ বায়ে মানুষ
সামনে মানুষ পেছনে মানুষ
কেউ হাসে কেউ কাঁদে
কেউবা নীরবে পথ হেঁটে চলে
কিন্তু আসল মানুষ কই?
শুনেছি পদার্থ কঠিন, তরল, বায়বীয়
এখন দেখি মানুষ তারই প্রিয়,
কিন্তু মনের মানুষ কি এমনই রকমের?
না, না
আপন মানুষ আমারই মতো
নেই কোনো তার রকমফের।