একটু স্পর্শ চাই ডান হাতে
যা কিছু শুভ তা নাকি এই হাতে
স্পর্শ দিবে? ডান হাত বাড়িয়ে দিবো
এই হাতে প্রেম আছে সুখ আছে
আর আছে কর্কশ তালু পরিশ্রমের কড়া
তাই স্পর্শ দিতে তোমার মন কি দিবে নড়া?
একি তোমার বিষন্ন চাহনি?
হাত বাড়িয়ে দিতেই মুখ পেছনে ঘোড়ানি?
একটু দাড়াও! শুনো
আমার শেষ কথাটি শুনো,
অবহেলাকে পুঁজি করে চলে যাবো দূরে
প্রেমের প্রান্তরের ধুলোবালি
তোমার পায়ের ধুলোবালি থেকে চলে যাবে সরে,
তখন একটি গণভোট হবে।
সেখানে ব্যালট পেপার থাকবে না
মানুষের লাইন থাকবে না
কোনো প্রচারণাও থাকবে না
তাহলে এই কেমন গণভোট?
হ্যা বলছি, তারপর ও একটি গণভোট হবে
হৃদয়ের তপ্ত বালিতে তোমারি তরে
হামাগুড়ি দিয়ে পড়েছিলো যারা
তোমার একটুখানি স্পর্শ পেতে
হয়তো প্রেমের চেয়ে বেশি কিছু পেতে
তখন বিচারক তুমিই সেজে
গম্ভীর না মানুষ সেজে রবে,
আর সমুদ্রের সফেদ ফেনার বুদবুদের মাঝে
উদগীরন হবে কিছু হাত,
কিন্তু বুঝা যাচ্ছে না কোনটি ডান বা বাম হাত
তবে একটি হাত স্পষ্ট
কর্কশ তালু আর পরিশ্রমের কড়া।