তুমি যদি আসতে চাও আমার কাছে
ভালো কথা, আসলে পিছু যেন না হাটো,
যেনতেন আসা না চাই একেবারে পূর্ণ প্রস্তুতি,
ভাবো সে আবার কেমন কথা?
শোনো লক্ষী মেয়ে জেনে নাও সে কথা
মাখা সুরমা ভরে থাকবে চোখের কোলে
কালো টিপ কপালে থাকবে তিলের মতো হয়ে
খোলা চুল আর চাহনী জানান দিবে
অনেক দিন না পাওয়ার ব্যথা
হাতের বাহু জুড়ে ঘাম চিকচিক করবে
জড়িয়ে ধরার ক্ষন অপেক্ষা কি যে বেদনার,
শুধুই কি তুমি জানান দিবে?
না, এমনটি হবে কেন? শোনো লক্ষী মেয়ে
সন্ধ্যা তারার পিছু হেটে তোমায় তুলে নিবো ঘরে
এতো অপেক্ষা বেদনার আকুতি মন্জুর করবো অতি সহজে,
এতো প্রেম এতো ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলে
বের করতে কথার কাঠি দিয়ে গুতো মারবো অন্তরে,
ফেলফেল করে বলবে সুবোধ সরলা লক্ষী মেয়ের মতো করে
আমি কেবল শুনবো মন্ত্রমুগ্ধ হয়ে নয়নে ফেলিব জল,
সে জলের দাম কতো বুঝাতে
আঙ্গুলের অগ্রভাগ ঠোটে ভিজিয়ে দিবো আলতো করে,
আরো শুনো লক্ষী মেয়ে সেদিন ঘুমাবো না কোনোমতে
আমি ঢের মিথ্যা কথা বলবো রূপকথার মতো করে
তুমি শুনবে ঢের মনোযোগ দিয়ে
শুধু আমি কেন? তুমিও বলবে ঢের মিথ্যা কথা
আমি ও শুনবো মনোযোগ দিয়ে
মিথ্যা কথা সেও এক প্রেম
ধ্যানী চক্ষু না থাকলে বুঝবে না
সে যে মিথ্যা ছিলো না ছিলো সত্য প্রেম,
কথায় কথায় যখন পৌছে যাবো অস্ত তারার পিছে
বলবো তখন তোমায় এই বলে
শুনো লক্ষী মেয়ে,
তারা খুশি আকাশ খুশি জমিন খুশি
আমার জীবনের চেয়ে ঢের তোমায় বেশি ভালোবাসি।