এতো কোকিল সুরে ডাইকো না
আমার বড়ই শর্মিন্দা লাগে,
নিজেরে তখন ঠিক রাখতে পারি না
মনে হয় বেহায়া হইয়া গেছি,
তোমার কতো দূর দূর শব্দ শুনেছি
তারপরও যখন তোমার কন্ঠে
আমার নাম ধইরা বলো,
"শশী আমার সোয়াচান শশী"
তখন এই মিষ্টি কথা শুইনা মন কি মানে বলো?
আমার কাছে তখন ক্যান যে মনে হয়
আমি যা ভাবছি ভুল ভাবছি।
কিন্তু যখন তোমার তুচ্ছ তাচ্ছিল্যের চোখ দেখি
তখন আটাইল্যা মাটির ফাঁক দিয়া
নিজে ঢুকে যেতে মন চায়
যেন জনমেও তোমার মুখ না দেখতে পারি।
কওতো এমন কি কেউ কাউকে ভালোবাসতে পারে?
তবে আমার মতো গাও গেরামের মাইয়ারা পারে,
আমাগো পড়ালেখা তোমাদের শিক্ষিত শ্রেণীর মতো না
আমাদের পড়া লেখা মানুষের আচরন দেখে,
তুমি বাপু যে ভালোবাসা দেখাও হেইটার অর্থ বুঝি
আমাকে আর কোকিল সুরে ডাইকো না
আমরা গাও গেরামের মাইয়া, সহ্য করতে পারুম না,
বিদায় বাপু, বিদায়।