আমি যখন একলা চলি
তখন আমার সাথে মানুষ নয়
অন্য কিছু থাকে, এরা কথা বলে।
প্রত্যেক সকালে এক এক রূপ নিয়ে হাজির,
ওরা মিথ্যা কথা জানে না
ছলনাও করতে জানে না,
এক সিকি পরিমানও ভালোবাসা নিজের কাছে রখে না
ওরা এমনই ভালোবেসে যায়, ভালোবাসা দিতে জানে,
শুধু সকাল কেন?
সব বেলায় সঙ্গ দেয়
শরীর সঙ্গ দেয়, মাঝেমাঝে উন্মাতাল করে দেয়,
গভীর প্রেমের আহবান জানায়
তখন নিজেকে স্থির রাখা বড়ই দায়,
নিজেকে তাদের মাঝে বিলিয়ে দেই
শরীর, মন, আত্না সবই,
ভাববেন না ওখানে বিছানা আছে
শরীর সঙ্গ দিতে রমনীর ভারী স্তন আছে,
ওখানে এসবের কিছুই নেই,
এমনকি কাম ক্রোধ ললসাও নেই
তবে নারী আছে নদীর মতো,
ওখানে স্বার্থের কোনো লেনাদেনা নেই
আছে শুধু বিরহ তবে সুখের মতো,
ওখানে হারিয়ে গেলেও দোষ নেই
নিন্দুকেরাও ভালোবসবে বিলানো প্রেম দেখে,
ওখানে আঁধার আছে তবে নিষিদ্ধ নয়
সে আঁধারে প্রেম থাকে জোনাকির আলো দেখে।