আমার একলা মেঘলা আকাশে
তুমুল বৃষ্টিরাশি খেলার মাঝে
তুমিই জ্বলমল তারা,
আলো মিশে গেছে আধার কোণে
হৃদয়ের তানপুরা বেজে উঠে মোর প্রাণে,
ছোঁয়া না মিললেও বেঁচে আছো
নিবিড় দেহ কোষে,
জীবনের ঘাতপ্রতিঘাতে মিলবে না যখন ঠাই
প্রাণে ভরসা পাবো তুমি আছো বলে তাই,
আমার একলা মেঘলা আকাশে
প্রৌঢ়ত্বের ক্ষীণ দৃষ্টি যখন পড়িবে
তখনো বটে যাওয়া চামড়ার ভাজে
যৌবনের সে তারা হয়ে জ্বলিবে।