আমি ব্যথিত এক প্রাণ
দুঃখ রাখে নি কোনো কূল ও মান,
দিবসে হতে চেয়েছ সাথী
রাত্রি কালে তোমারি স্মরণে মাতি,
ভাবি, না জানি কতো কষ্ট পোহাতে হবে
আমার দিনমান লইয়া এই ভবে,
পারিবে কি আমায় শেষমেষ কাছে রাখিতে
না জীবন প্রাণ নিয়ে দৌড়াবে হারিতে হারিতে,
তোমার তরে জীবন সপে দিয়েছি বন্ধু ভেবে
কোনো লাজ পরোয়া করি না তুমি সবে,
কথা দাও যাবে না মোরে ছেড়ে
কোনো অশুভ শক্তি যদি আসে তেড়ে।