আমি কারোর আকাশ হতে চাই না
আমি গুহায় লুকিয়ে যেতে চাই
যে গুহা কখনো আকাশ মানেটা জানে না,
হয়তো একদিন এইরকম গুহা পেয়ে যাবো
চলে যাবো গুহার কাছে, বোবার মতো হয়ে,
আমাকে দেখে বলবে হে অতিথি
কি তোমার জাত পরিচয়?
আমি নিরুত্তর স্থির হয়ে থাকবো,
আমাকে দেখে তখন হয়তো বলবে
খুব কষ্ট পেলে বুঝি,
কার সাথে কি এতো অভিমান তোমার?
আমি তখনো নিরুত্তর স্থির হয়ে থাকবো।
আমাকে হয়তো তখন বলবে
তুমি শান্ত হও, সমুদ্রের মতো
তুমি মানুষ
তোমাকে জীবনের মানে খুজতে হয়
আমি তখন মনে হয় নিরুত্তর থাকবো
তবে স্থির থাকবো না
চলে যাবো আকাশের কাছে,
জীবন কি এর মানে খুজতে,
তবে কারোর আকাশ হয়ে না
সবার আকাশ হয়ে বেচে থাকতে।