আজ কোনো কবিতা লেখা
সে তো ভাবনাতে ছিলো না,
ঘুমের জন্য অনেক পায়চারি
ঘুম কিনে নিলো এক নারী
সব উপমা জুড়ে দিয়ে তাকে মনের মসনদে আসীন করে
তার রূপের গুনের কীর্তন করিতে
কবিতা লেখার জন্য তৈরী
কারন সে আমার অপেক্ষার নারী,
তাকে দেখবো দেখবো করে
মনে ইচ্ছে জাগতো তার দেশে দিবো পাড়ি,
সে হাজির হয়েছে মোর নয়নের সামনে
ভাষাহীন জীবন্ত এক প্রাণের স্বরূপ দেখে
নয়নের পাতা যে আর নাহি পড়ে
এমন সুন্দরী রূপবতী মেয়ে দেখে
মোর অপলক দৃষ্টি ঝড় তোলে মনে,
মনে হলো কোনো এক জন্মে
তাহার সাথে সখ্য ছিলো
মোর হৃদয় আত্নার সাথে,
তার অপলক চাহনি খোলা চুল
গোলাপী রঙ্গের শাড়ীর সাথে
ঠোটে গোলাপী রঙ্গের লিপস্টিক
কি অপরূপ সাজে বসে আছে যেন এক কনে,
তার আলতো বাকা নয়ন জোড়া যেন বলছে
আমাকে ছাড়িয়া তুমি থাকিবে কেমনই?
যদি তাই হয় সত্য বলিয়াছে সে
যারে দেখিয়া এখনও যে চোখের পাতা নাহি নড়ে
সেই আমার অন্তঃপুরের আকা ছবি
সেই আমার স্বপ্নের রমনী
সেই আমার অপেক্ষার নারী।