প্রিয়জনের অসৌজন্যতা দৃষ্টতার
প্রভাব পড়েছে মনের ওপরে
সাজ সকালে পাড়ি দিলেম
মন খারাপের বাড়ির দিকে
মনের সজীবতা হারিয়ে গেছে
মনের এক কোন থেকে।
বিষন্ন মনের বারন
ডানাকাটা পরীর মতো উড়তে,
বিষন্ন মন রাহু গ্রাস করেছে,
ভাবুক মন কল্পনার আকাশে
বেদনার সব রঙ দিয়ে ক্যানভাস করছে
যেন পৃথিবী জুড়ে বিষাদের ছায়া,
আকাশ ফুটো হয়ে ঝড়ছে
মায়াকান্নার জলফোটা
মনে শীতলতা জাগাতে এই করুনা
মন খারাপের বাড়িতে
মায়াকান্নার জলফোটাই তো পরম পাওয়া।
নিষ্ঠুর এই পৃথিবীতে মনে হয়
মনের সবটুকু উজাড় করে দিতে আছে মানা
তা না হলে মায়াকান্নার জলফোটা
মন খারাপের বাড়িতে হবে কেন পরম পাওয়া?