দিব্য জ্ঞানে অন্তর দ্যোতি
কারবা সাধ্য আছে
তোমায় বলে উঠে আনাড়ি,
দিব্য জ্ঞানে থাকিবে বেঁচে
অন্তর হৃদয় প্রশান্ত থাকিবে
না যদি কর নিজে নিচ হীনে।
প্রকাশ ব্যাধি নহে জরুরী
নিজে সূর্যকিরণে ন্যায় জ্বলি
মনকে দিনরাত জিজ্ঞাসে তোলো কি?