দিনের আলোয় মশাল জ্বেলে
কি লাভ বলো?
রাতের নিকষ কালো অন্ধকারে মশাল জ্বালাতে গিয়ে
কেনো পিছু হাটো?
ভীষণ ভয় হয় বুঝি
এই প্রাণ গেলো নাকি?
মৃত্যুর মিছিলে যদি করতে হয় যোগদান
তারুণ্যের প্রাণভোমর হয়ে বলো আমি আগুয়ান
প্রতিবাদের কন্ঠস্বর রুদ্ধ করবে
কে সেই সাহসী?
বাঘের হুংকার তুলে বলো
দূর করবো যতসব অবিচার হানাহানি,
আর হতাশার কালিমা লেপন করতে হয়ো না রাজি
রাতের নিকষ কালো অন্ধকারে মশাল জ্বালাতে গিয়ে
মনে দৃপ্ত শপথে ঘরের কপাট খুলে বলো
সমাজের অন্যায় অবিচার দূর করতে
মরতে আমি রাজি
তাই ধরলাম চিরজীবনের জন্য বাজি।