নিশীথতো হতাশার ঘোর অন্ধকার
নিজেকে মনে হয় বড়ই অসাঢ়,
অন্ধকারে এক নিমিষের আলো
আশার পাদপ্রদীপ হয়ে জ্বলে না ভালো,
স্বপ্নীল ভুবন চেয়েছিলাম জীবনের প্রথম পাঠশালায়
মাঝ জীবনে দেখি সে তো এক নিরাশলায়,
তবেই কি পাঠশালায় শিখেছিলাম ভুল
নতুবা অন্তহীন সংগ্রামের মাঝে পাই না কেন কুল?
নিজেকে খুজতে অন্তর আয়নায় যখন ডুব মারি
চূর্ন বিচূর্ন ফাটল আয়নায় তখন নিজ জীবনেরই বাজি ধরি |