আমি হচ্ছি সেই জনগণ
আমি হচ্ছি সেই শ্রোতা
সৃষ্টির শুরুর ঘটনা অনায়সে বলতে পারি,
যা তুমি দেখো সবই আমার সৃষ্টি
শ্রমিকের ঝরা ঘামের ফোটা থেকে
ছোট বালুকণা হয়েছে পাথরের নুড়ি,
নদী সমতল ভূমি পাহাড়ে ঝড়েছে রক্ত ফোটা
শুধুই কি রক্ত ফোটা!
কতো প্রাণ বলি হয়েছে এই ধরায়
কারণ প্রতিবাদের ভাষাকে মনে হয়েছে
শাণিত তীর মাখা তীব্র গতির বর্শা,
সবই তুমি ভুলে গেছ, ভুলে যাও
আবার মনে চেতনা জাগে
যখন ইতিহাসের কোনো এক ঘটনা
ঘটে ভিন্নভাবে পুনরাবৃত্তি হয়ে,
শুনো; আমার মৃত্যু নাই
তবে মাঝে মাঝে ভুলে থাকার ভান করি,
তোমাদের আর্তনাদে দৃষ্টি ফেরাই
তাই যুগে যুগে বঙ্গবন্ধু মাদার তেরাসাদের পাঠাই
রক্তচক্ষুর মাঝে পানির ছিটকানি দিয়ে প্রশান্তি যোগাই,
আমার প্রতি যতোই নিষ্ঠুরতা ক্রোধ দেখাও
আমাকে বিন্দুমাত্র আহত করে না
কারণ হত্যা, ঝুলুম, পাশবিক নির্যাতন
আমার অভিধানে নাই,
তোমাকে কড়া ভাষায় বলতে চাই
একেবারে সোজাস্যাপ্টা উত্তর দিয়ে বলো
তুমি কতটুকু ভালো?
ভেবো না বিচার হবে না
বিচার হবেই, বিচার আমি করবই
কারণ আমি সেই জনগণ সেই শ্রোতা |