তুমি নেই বলে
বকুল তলায় বকুল ফুলে
এখন আর মিষ্টি ঘ্রাণ পাই না,
চিরকুট চিঠি লিখি না বলে
খাতা কলমের অভাব হয় না,
আমার চলন বলনে
এখন কেউ জিজ্ঞাসু মনে
আমার দিকে তাকায় না।
তুমি নেই বলে
ঘুম থেকে জেগে                    
মোবাইল হাতে নেই না
শুভ সকাল বলা আর হয় না,
তুমি নেই বলে
এলোমেলো চুলের দিকে নজর রাখা হয় না
ফ্যাশন সচেতনাতার বিষয়ে
খেয়ালি মনোভাব জাগে না,
সকাল বেলা নাস্তা খেয়ে
কাজে নেমে পড়লে বকা শুনি না,
তুমি নেই বলে
পথে একলা হয়ে আনমনা হয়ে চলি
মনে মনে কি ভাবি বলে
কেউ তা জিজ্ঞেস করে না,
তুমি নেই বলে
যখন ছোট একটি দুর্ঘটনায়
আঙুল কেটে রক্ত ঝরে পড়ে
তখন কেউ সংঙ্গাহীন হয় না,
জামা ছিড়ে রক্তমাখা আঙ্গুল বেধে দিবে
সে লোকও খুজে পাওয়া যায় না,
তুমি নেই বলে
চরম দারিদ্রতার কারণে
একদিন অনাহারে যখন থাকি
তখন কাউকে বলা নাই শোনাই নাই
আচমকা এসে পকেটে টাকা দেয় না,
তুমি নেই বলে
এই সুন্দর পৃথিবী আমার কাছে
চিত্তার্ষক বলে মনেই হয় না।