ছলনার জলে ছুয়ো না শুদ্ধতম ফুল
সে জলে মন টললে হবে আমার ভুল,
তুমি আওড়াতে থাক মুখস্থ সংলাপ
মনে মনে বলি এই হচ্ছে পাগলের অপালাপ,
ত্রিশ বসন্ত কেটে গেছে ছলনা দেখে দেখে
আসল নকল সবই বুঝি এইসব শিখে শিখে,
মাঝে মাঝে সন্ত্রাসী হাওয়া এসে উদাম করে দেহ
ভুল ভাঙ্গতেই মনে মনে বলি নিজেকে করলাম দাহ,
চেতনার অরন্যে যখন নিজে করি বসবাস
ভুল প্রেমের জীবন নিয়ে করি হায়হুতাশ,
ছলনা বুঝি নি বলে নিজেকে মনে করি শুদ্ধতম ফুল
ভুল মানুষকে মন দিলে পাব না কোনো কুল।