রমনী ক্যান যেন উদাস দৃষ্টিতে তাকাইয়া আছে,
তোমরা ঠাহর করতে পারো নাই
সে কোনো দিকে তাকায় নাই
তাকিয়ে আছে মনের ভিতর মানুষটার দিকে,
সেইখানে তার কোনো ঘরবাড়ি নাই
কাড়ি কাড়ি ধন নাই, স্বপ্ন নাই
শুধু একটা মানুষ থাকে
প্রাণের মানুষ।
সে মানুষ আজ চইল্লা গেছে
সীম গাছের নিচে লাশ হইয়া শুইয়া আছে,
তারে দেখতে পা এক কদম ও নড়ে না
শুধু হৃদ পিঞ্জরে লাফ দিয়া উঠে চিক্কুর,
প্রাণ শোয়া বুঝি উইড়া যায় বুক করে ধুক্কুর ধুক্কুর,
সে উদাস দৃষ্টিতে অন্য দিকে তাকায় নাই
শুধু তাকায়ে আছে মনের ভিতর মানুষটার দিকে
সেই খানে শুধু একটা মানুষ থাকে
প্রাণের মানুষ।