সন্ধ্যা হলে কিছু কিছু পাখি কাঁদে
সন্ধ্যা হলে আমার মনে অসুখ বাঁধে,
দিনের আকাশে আমি যথেষ্ট পাগল
আমার চলনে বলনে পাই যে তোমার লাগল,
রাতের অন্ধকারে আমি যথেস্ট দু:খবাদী
তোমার বিষন্ন চেহারা দেখে দেখে হই বিবাদী,
বুঝতে পারি না ঠিক তোমার স্পর্শ
তবে এটা বুঝতে পারি রয়েছে তোমার অস্তিত্ব,
জানি তুমি রয়েছো অনেক দুরে
সে দুর অনেক দুর আকাশকে ছাড়িয়ে,
জানো, তোমার সীমানায় আমি পাড়ি দিয়েছিলাম
সেখানের জীবন মানে পৃথিবী নয়
সেখানে পৃথিবী মানে গোলাকার কাগজের ঠোঙ্গা
জীবন মানে অনেক অনেক রঙ
ভালোবাসা মানে ঝরে পড়া পাপড়ি।