কুসুম রাঙা অস্তমিত সূর্যে
জীবন সন্ধ্যা ঘনিয়ে যখন ঠাঁই
তোমার খোঁজ পাওয়া যেন বৃথাই,
সমুদ্র মাঝে সূর্য যখন ডুবো ডুবো ভাব
তখন ঢেউ এসে বলে
তুমি নাকি ঢেউ হয়েও আসবে না,
নিকষ কালো একটা মুখ দেখা গেলো আকাশে
সে কালো মুখ এসে বললো
তুমি নাকি আমার অরণ্যের চেতনার বাহিরে,
নিষ্প্রভ রাতে জীবনের রঙ যখন চিনি
সে রঙ এ তুমি ধারণ করো নি, এখন বুঝি।