আমি অনেক চেয়েছি
তোমার মুখে হাসির রেখা দেখতে।
কিন্তু চেয়েছো অন্যকিছু।
অন্যকিছু চেয়েছো বলেই
আজ এত বিষন্ন তুমি।
আমি চেয়েছি,আমি  চেয়েছি -
কিন্তু তুমি কোনোদিন চাওনি।
তোমার এই  নঙর্থকতার জন্যই
আমার আর হয়ে ওঠা হলো না
তোমার ভালো থাকার কারণ!


সূর্যটা বরাবরের মতই পূর্ব দিগন্তে ওঠে।
আবার হারিয়ে যায় পশ্চিম আকাশে।
কিন্তু তুমি চেয়েছো অন্যকিছু।
অন্যকিছু চেয়েছো বলেই,
মিশতে পারিনি তোমার নিশ্বাসে।


ধূলোপড়া স্মৃতিগুলোকে আবার
জাগিয়ে তুলেছো তুমি।
এতো পুরাতন ধুলো আমায়
আষ্ঠে পৃষ্ঠে ধরলো।
আমি নতুন জেনে তারা
আমায় চোখ রাঙালো।
আমি ভয় পেলাম ভীষণ !


পুরাতনের সান্নিধ্যে,
তুমি নিজেরে দেখিলে ভীষণ খুশি।
জানিলে জানিতে পারিতে,
খুশি নয়,নতুনের বেশে
সে পুরাতন বিষাক্ত বাঁশি।