বড্ড আদরের আকাঙ্খায় অলস দুপুরগুলো আঁকড়ে ধরে।আঁকড়ে ধরে ভিন্ন ভিন্ন ভাবে;
শুধু বহু আকাঙ্খিত ভালোবাসা পাওয়ার আশায়,
মাথা কুটে মরে।


ঠিক যতটা পরিমাণ স্নেহ বা ভালোবাসা শীত,বর্ষা বা অন্য ঋতুগুলো পায় ...
ততোটা কোনোদিনই পায়নি গ্রীষ্ম।
পাবেনা কোনোদিনই
পাবেনা কোনোদিনই পাবেনা.......
অথচ ঠিক ততোটা কাঠিন্যতা কিন্তু নেই ওর মধ্যে যতটা অন্যদের মধ্যে প্রবল।


মানুষের জীবনে যতটুকু প্রয়োজন,যতটুকু আমাদের দরকার,ঠিক ততোটাই আমরা নিতে পারি।
বেশি গুলোকে মাথাব্যথা মনে হয় বুঝি!
না বলা যায়,না যায় লেখা, প্রকাশও করা যায় না বাচন ভঙ্গিতে।
সে এক নিদারুণ যন্ত্রণা!
শুধু দোহাই দিয়ে করা যায় বিরক্তির আড়ম্বরতা।


এ উষ্ণতা বড়োই ছেলেমানুষী করে।
কখনো সখনো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে,হারিয়ে ফেলার ভয়ে ভীষণ নিরব হয়ে যায়।
ঠিক যেনো নতুন কোনো লেখক বা কবির মতো।
আবার বলাও যায় আমার মতো।


মাঝে মাঝে ভাবে হারিয়ে যাবে একদিন ঝড়ের মাঝে।
পারে না কোনোদিনই...
পারবেও না।
তবু স্বার্থপর কথাটা শুনতে হয় বেশি আঁকড়ে ধরতে গেলেই।


সে যে বোঝেনা তা নয়,
তবু নিরব হতে হয়
আর নিভে যাওয়ার আগে,মৃত্যুর আগে কোনো এক নতুন উদ্যমে আবার ফিরে আসতে হয় শুধু ভালোবেসে....
ভালোবাসা পাওয়ার আশায়...
আদরের আকাঙ্খায় আর
ছেলেমানুষী করার প্রবল লোভে।