আমি ভীষণ তোমায় বাসি ভালো,
তোমায় ভীষণ চাই।
তোমার আওয়াজ পেলেই আমি,
মুগ্ধ হয়ে যাই।


আমি তোমায় ভীষণ আঁকড়ে ধরি,
ধরছি প্রতিপদে।
তোমায় পেলে শীতলতা পাই,
গ্রীষ্ম কালের রোদে।


আমি মুগ্ধ কেবল তোমার কথায়,
তাই শেষের শুরু চাইনা।
রাগ আসেনা তোমার প্রতি,
আজ অভিমানও খুঁজে পাইনা।


তোমার পানে চেয়ে আমি,
কাটাতে পারি হাজার খানেক বছর।
এক মিনিটও চাইনা রইতে,
তোমার অগোচর।


শোনো,তোমায় ভীষণ ভালোবাসি!
অনন্ত কাল বাসবো।
কথা দিলাম পরের মাসে,
তোমার কাছে আসবো।


এ মাস তো চলেই গেলো,
একবারই হলো দেখা,
আকাঙ্খাতেই দিন কেটে যায়,
তাই তোমায় চিঠি লেখা।


পরের বার সেই রাস্তা ধরে,
হাঁটবো অনেকক্ষণ।
হাতটি ধরার আকাঙ্খাতে,
ব্যস্ত আমার মন।


শোনো,তোমায় ভীষণ ভালোবাসি!
অনন্ত কাল বাসবো।
কথা দিলাম পরের মাসে,
তোমার কাছে আসবো।