নিদ্রা করিয়া পার,
চলিলাম খুঁজিতে তোমারে।
সূর্য যখন অস্তাচল,
করিয়াছি পার বেলারে।


সন্ধ্যা নামিয়া ধরিল আমারে,
দেখিতে না পাই আঁধারে।
সুর কানে বাজে তবুও আমার,
ছড়ায়েছে বিষ কোন সে আসরে?


পাহাড়ি বাঁশি অনলসম,
বানায়েছে সর্বহারা।
শিরায় তাহার রক্ত নাহি,
বহিছে গরলধারা।


আমার কর্ণে ঢালিয়া বিষ,
টানিছে আমারে বাঁশি।
কহিছে এবার তোমার পালা,
সুরের স্বপনে হাসি।


আমি তাই চলি সুরের ছন্দে,
ফুলের সুরভীতে মেতে।
হৃদয়ে মম পারে নাই বিঁধিতে,
মৃত্যু বরনে যেতে।


সোজা পথ ছাড়ি,বাঁকা পথ ধরি,
সময় বহিছে স্রোতের ন্যায়।
আমারে বাঁশি যতই টানিবে,
স্বীকারিব না পরাজয়।


চারি বর্ষ পার করিয়া,
বাঁশি পেয়েছে বর।
নতুন এ বাঁশি বিস্বাদ ছড়ায় না,
ছড়ায় না বিষের ঝড়।