মা,শব্দটি ছোটো,
কিন্তু মধুর বড়ো।


যে তোমার জন্মদাত্রী,
তাহাকে দিওনা তোমরা,
সন্তান হয়ে লাঞ্ছনা।
তবুও মাকে শুনতে হয়,
কত গঞ্জনা!


মা-শব্দটি মাথায় রাখো।
সবার আগে তিনিই তোমার প্রনম্য।
যদিও কারন অনেক।


তোমরা যতই বড়ো হও,
তবু মায়ের কাছে তো ছোটো অনেক।


যদিও তোমরা ব্যাঞ্জনা করো,
দাওযে কত গালি।
অবহেলা করো য্ত্রতত্র,
তবুও,মায়ের পায়ের ধূলামাত্র।