হাজার বছর ধরে আমি প্রেমিক হয়ে রইলাম।
কিন্তু এই হাজার বছরে আমি নিজের পরিচয় চেয়েছি তোমার কাছে।
শুনেছি পরিচয়হীন প্রেম নাকি উদাসীনতা।
শুনেছি রূপ সাগরে প্রেমের গল্পের কথা,
প্রেমের গল্পের ব্যাথা।
কিন্তু সেদিকে আমার কোনোদিনই ছিলোনা নজর।
আমি চেয়েছি শুধু পরিচয়,যা সম্ভব ছিল শুধু সিঁদুর দান কিংবা কবুল বলাতে।
প্রত্যেক জন্মেই এভাবে কেটেছে আমার আকাঙ্খাগুলো।
এজনমেও তাইই হবে!
কিন্তু এমনটা তো আমি চাইনি কোনো কালেই।
তুমি থেকেছো কেবল পরিযায়ী পাখির মতো।
তুমি এসেছ,আবার গিয়েছ ঋতুর মতো।
তাই এবার ভাবছি খানিকটা প্রতিবাদী হবো।
মামলা করবো তোমার নামে।
পুরুষের হৃদয় ভাঙার দায়ে তোমার শাস্তি চাই আমি।
এ প্রতিবাদ ধোপে টিকবে কিনা সে নিয়ে খানিকটা সন্দিহান অবশ্য অনেকদিন ধরেই।
যুগ যুগ ধরে আমি বা আমার মতো পুরুষেরাই
সমাজের কাছে দোষী হয়ে রইতে চাই না।
তুমি তোমার লাবণ্যে মোহিত করে এভাবে দূরে ঠেলে দেবে প্রতিবার,প্রতি যুগে।
এও এক অপরাধ।
তাই তুমি বা তোমাদের বিরুদ্ধে লেখা আমার এ প্রতিবাদ।