কিছু শব্দ আমাদের ভালোবাসার
কিছু হয়তো মন খারাপের,
অথচ এই দুইয়ের সংযোজন
ভালোবাসার দিকেই ধাবিত হয়
মন খারাপ গুলো পিছনে ফেলে।
রামধনুর সাত রঙের মিশ্রণ
চোখে হয়তো পড়েনা ধরা
কিন্তু তাতেই শুভ্রতার আবির্ভাব।
হঠাৎ করেই তাই তোমাতে হারাই
না খুঁজি ক্ষতি,না খুঁজি লাভ।


এক অদ্ভুত স্বার্থপর সময়ে
আমি পেলাম তোমায়
আমার নিজের.......
একান্ত নিজের এক শক্তি হয়ে উঠলে তুমি।
কেউ ছিলোনা আমার দুর্বলতায়!
নিজেকে চিনলাম বহুদিন পর,অজানা শক্তির
উদঘাটিত হলো রহস্য।


আর কোনোদিন আমি এমন খুশি হইনি।
আমার জীবনের রুক্ষ কাঁটাবন
ভরে উঠলো গোলাপে।
ভরে উঠলো হৃদয় খুশিতে খুশিতে
তোমার গানে,তোমার সংলাপে।


গরম বালির অপসৃয়মানতা
আজ লাগে ভীষণ শীতল,ঠাণ্ডা।
বড়োই প্রশান্তি.......আঃ!
নদীর পাড়ে উল্টানো নৌকার উপরে গিয়ে বসি...
শীতল হাওয়া স্নান করিয়ে যায়।
রাত্রি নামার আগে বুঝতে পারি
আমাদের ভালোবাসা
উজ্জ্বল রোদ আর বর্ষার মতো।