দেখা নাহি যায় অন্ধকারে,
অগণিত রঙের বাহার।
কৌতুকে আজ পায়না হাঁসি,
পড়ছে ভেঙে জ্ঞানের পাহাড়।


হাজার লেখা লিখছি বসে,
শরীর ভিজছে ঘামে।
অপেক্ষা চায় আসুক চিঠি,
সিলমোহরের খামে।


অনেক কালের আশায় আমার,
জল ঢেলে যায় বৃষ্টি।
শান্ত ধরায় এমন কেন
হচ্ছে অনাসৃষ্টি?


অবাক করা কথার বাহার,
অকর্মণ্যেরই কর্ম ।
ওরা পশু হলেও পরতে রাজি,
মানুষেরই চর্ম।


উঠছে না লাল সূর্য পূবে,
অন্ধকারের শেষে।
ফলবে না আর খাদ্যশস্য,
এমন পোড়া দেশে!


ভুলের পরেও ভুল হয়ে যায়,
সত্য আসেনা  কাছে।
অজ্ঞানতা সঠিক পন্থা,
জ্ঞানের আলো মিছে!


তবুও ভাবি সিলমোহরের,
খাম আসবে কাল।
সুয্যি মামার সাত রঙেরই,
প্রধান হবে লাল।