আমি আসবো.....
      আমি আসবো....
আমি আসবো ফিরে এই নদী তীরে-
আজ হতে শত বৎসর পর,শিউলির টানে।
আবার দেখা হবে আমাদের।
মাঝে সেদিন থাকবে না কোনো
ভাবনার বেড়াজাল,অদৃশ্য দেওয়াল।
সেদিনও আমার জন্য এনো
একঝাঁক কুয়াশা আর আমার প্রিয় শিউলি।
আজ তবে আসি!
ইচ্ছে ছিলোনা,তবু....
তবু কোনো এক শক্তি বিতাড়িত করলো আমায়।
যে পথে হেঁটেছি বহুকাল ধরে,
শরতের আকাশের মেঘের ন্যায় বেড়িয়েছি ভেসে,
যে গাছের নিচে হাত পেতে পেয়েছি শুভ্রতার ছোঁয়া,
নদীর কূলু কূলু রব আমার সঙ্গীতের তালে
উত্তাল হতে দেখেছি যেথা,
সেখানে আজ আর আমার জায়গা নেই।
মধ্য রজনীরা আমার বাঁশি শুনে যখন আলোর দিকে ধাবিত হতো.....
তখন স্বপ্ন দেখেছি,
শক্ত করে জড়িয়ে ধরেছি এই মাটি।


আমি আসবো,আবার আসবো ফিরে।
এ জীবনে ভুলবো না কভূ।
আমার চলে যাওয়া কোনো অপ্রেম নয়।
তোমার প্রতি প্রেমের টানেই
আজ চোখে ঝর্নার ধারা।
শত বৎসর পরে আমায় ভুলে যাবে না তো?
চিনবে তো সেই প্রবীনেরে নবীনতার আঁখিতে?
রইবে তো মনে ভালোবাসার কথা?
থাকবে তো হৃদয়ে হাজার স্মৃতির পাহাড়,
অমলিন পরশ?
সেদিন আবার গান শোনাবো ছেলেবেলার সুরে।
আমি আসবো,আসবো আবার ফিরে।
কুয়াশা মাখা,শিউলির সুঘ্রানের এক ভোরে।