এই যে তোমায় গান শোনাই,
সকাল - বিকাল - সাঁঝে।
আমার সুরের আওয়াজটা কি
তোমার কানে বাজে?


আজ সকালেও গান শুনিয়ে,
আবার নিদ্রা গেলাম।
প্রভাত বেলায় চোখ খুলে কি
তোমার প্রেমটি পেলাম!


হাসি আর সুপ্রভাতে,
কাটছে আমার বেলা।
ঢুঁ মেরে তো দেখতে পারো,
হৃদয় আমার খোলা।


বড্ড বিরল;শান্ত তুমি,
তোমার সবুজ শাড়ি।
এভাবেই যে প্রেম সঞ্চার,
করেছো সঞ্চারী।


নাম রেখেছি অপরূপা,
লাবণ্যেরই রেশ।
রেশের বশে বাড়ছে ক্রমে,
তোমার কালো কেশ।


এই যে তোমায় গান শোনাই,
সকাল - বিকাল - সাঁঝে।
আমার সুরের আওয়াজটা কি
তোমার কানে বাজে???