আমার প্রাণের সমস্ত শক্তি এক করিয়া
আমি তোমারে চাহি শশী।
তবু বলিতে পারি নাই কভু তোমারে ভালোবাসি।
আমার সমস্ত ভাবনা এক করিয়া চাহিয়াছি।
প্রাণ ভরিয়া তোমার ঘ্রাণ লইলাম যে দিবসে
সেই দিন প্রথম ভালোবাসিয়াছি।
যেথা নাই কোনো ঘনিষ্ঠতা,নাই ভবিষ্যতের প্রবল কোনো আশা।
রয় শুধু হাজার ফুলের ন্যায় তোমার সুগন্ধে মত্ত হবার নিদারুণ এক নেশা।
তোমার নৃত্যে দেখিয়াছি আমার বাঁশির সুর।
এটুকুই যথেষ্ট কেবল হইবার তরে নেশাতুর।
তাই বুঝি কলম বহুদিন পর কলম লেখে আপনে।
তোমারে কেবলই দেখি প্রত্যহ নিশি যাপনে।
লিখিতেছি তোমারে আপন করিয়া
কলম চালাই তোমারে মনেতে ধরিয়া;
সেদিনের রিনিঝিনি কর্নে আজি বাজে;
তাই শুনি দিগন্তে চন্দ্রিমা হাঁসে।
করবন্ধন করিয়াছি একবারই হবে,
তোমারে স্বরলিপি দিয়াছি যবে।
অবয়ব তোমার পড়িতেছে ধরা;
শান্ত হৃদয় হলো অতি ছন্নছাড়া ।
বহু খুঁজি আজি তোমারে পাইয়া প্রভাতে
কলরব উঠিল মনের মেলাতে।
এত কথা লিখলাম তোমারে না পাইয়া।
দিগ্বিদিক জ্ঞানশূন্য আমি তোমারে হারাইয়া।
শতদিন অপেক্ষা করিব প্রিয়তমা;
আমারে করিয়ো তুমি,হাঁসি মুখে ক্ষমা।
পুনরায় দেখা দিয়ো ওগো মোর শশী।
রিনিঝিনি নৃত্য কোরো শুনিয়া বাঁশি।