আমি আর কখনো ফিরবো না তোমার কাছে।
আমি...আমি যে হারিয়েছি নীল দিগন্তের মাঝে।
তবু দুর থেকে দেখবো তোমায়
তোমায় দেখবো হঠাৎ বিষন্ন;
আমার কথাই ভাববে তুমি!
আমিও খানিক স্তব্ধ হবো।
হঠাৎ আমার পড়বে খেয়াল,
তোমার চোখে বইছে প্লাবন।
আমি কিন্তু চুপ করে আর রইবো না।
তারস্বরে উঠবো কেঁদে
হৃদয় হবে টুকরো টুকরো,ছিন্নভিন্ন।
এর মধ্যেই হঠাৎ আবার উঠবো হেঁসে....
উঠবো হেঁসে কারণ তোমার বুকের
ওই বাম স্তন বরাবর যে ধুকপুকানি যন্ত্র আছে....
সেখানে আজও আমিই আছি!
আবার আমি কখন যেনো মূর্ছা যাবো
কালো মেঘের গঞ্জনাতে ।
জেগে উঠে দেখবো তোমার দুচোখ বন্ধ!
শ্বাস ক্রিয়াতে তোমার বুকের ওঠানামা পড়বে চোখে
তখন আমি আবার আসবো তোমার কাছে হেঁসে
মাথায় তোমার হাত বুলিয়ে কপাল আর
চোখ জোড়াতে আঁকবো চুমুর রেখা।
তুমি উঠবে সেই হঠাৎ করে জেগে।
আমায় না পেয়ে উঠবে চেঁচিয়ে....
সখা..সখা..সখা.........


আমি চাইনি চলে যেতে;
চেয়েছি কেবল আদর করে বুকের মাঝে পেতে।
কিন্তু নিয়তি.....!
নিয়তি যে সর্বগ্রাসী
হ্যাঁ হ্যাঁ সর্বগ্রাসী,সর্বগ্রাসী,সর্বগ্রাসী
নইলে কি আর আমায় হতো যেতে!