ওগো উকিল,ওগো উকিল,
প্রায়ই তোমরা খুশি।
ভীষম রকম দোষ করলে,
চাওযে তোমরা ফাসি।


বিচার করো,  বিচার করো,
করো উকিল বিচার।
গরীব লোককে ফাকি দিয়ে,
করো নকল বিচার।


আজকে তোমরা টাকা কামাচ্ছ,
কিনছ কত গাড়ি!
মিথ্যা দোষে মোদের গলায়,
পড়ছে মোটা দড়ি।


একদিন ঐ সুখ ভবনে,
আসবে কষ্ট ভরে।
ভিক্ষা করে খেতে হবে,
পথে পথে ঘুরে।


ওগো উকিল বিচার করো,
তোমার পায়ে পড়ি।
মিথ্যা কথা বলে তুমি,
পরিয়োনা গলায় দড়ি।


তুমি তো সব জেনে শুনে,
পাপ করছ শত।
তবুও আমরা নিরদোষী তাই,
হচ্ছি আমরা গত।


ওগো উকিল বিচার করো,
তোমার উপর ভার।
এখন আমরা বিদ্রোহী তাই,
কাটব তোমার ধড়।।