তুমি বাঙালির লালসবুজ, তুমিই চন্দ্র সুরুজ
তুমি বাঙালির প্রেম
তুমি যেন কোন মহান শিল্পীর আঁকা নিখুত ছবি
যেন বাধাই করা দামী কোন ফ্রেম
তুমি যেন সাজানো কোন বাবুইপাখির নীড়
তুমি স্মৃতির পাতায় অমর সাত শ্রেষ্ঠ বীর
তুমি বাঙালির রাত, তুমি বাঙালির দিন
তুমি সুন্দরের ভান্ডার, অসীম সীমাহীন
তুমি বাঙালির অন্তরের সুখ, হাসি চেহারার,
তুমি বাঙালির গৌরব , বাঙালির অহংকার।
তুমি বাঙালীর হৃদয়ের প্রতিটি কম্পন-হৃদয়স্পন্দন
তুমি একাত্তরের লাখো শহীদের বুকের রক্তক্ষরণ।
তুমি চিরপবিত্র মাটি, ছাদস্বরুপ নীল আকাশ
তুমি সাতই মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার আভাস।
তুমি ফাগুনের আমের বনের সেই মিস্টি সুবাস।
তুমি মুক্তিযুদ্ধের গৌরবময় জয়ের ইতিহাস।
তুমি ষোলই ডিসেম্বরের
বিজয় মিছিলের লাখো হাস্যোজ্জল মুখ।
তুমি একাত্তরের লাখো মায়ের কান্নামাখা শূন্যবুক।
তুমি বাঙালির চেনা সেই সাতশো নদীর স্রোত,
তুমি বায়ান্নোর রক্তমাখা অস্থির রাজপথ।
তুমি ছিলে আমার গত, তুমিই বর্তমান
তুমিই যেন হও আমার ভবিষ্যত আমার আগামী।
তোমায় করি সম্মান, মর্যাদা তোমার সুমহান
তোমায় বড্ড ভালোবাসি হে আমার জন্মভূমি।
তোমার কোলেই জন্ম, তোমার মাঝেই ওঠা বেড়ে
মৃত্যুর পরও যেন আসতে পারি ফিরে
তোমার এই মায়াবি লালসবুজের ভীরে
তোমার মাঝেই আমার শুরু
তোমার মাটিতেই যেন হয় শেষ!
তোমায় বড় ভালোবাসি
তুমি আমার সোনার বাংলাদেশ।
বলবো একটি কথা
শোন হে বিশ্ববাসী!
আমি গর্বিত
আমি বাংলাদেশি।