বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার গান।
বাংলা আমার মনের আশা
বাংলা আমার প্রান।
পরম শ্রদ্ধার ভাষা তুমি
রয়েছ হৃদয় জুড়ে,
এমন ভাষা পাবো নাকো
সারা দুনিয়া ঘুরে।
বাংলা আমার আধারের দীপ্তি,
বাংলা আমার আত্মার তৃপ্তি
বাংলা আমার হাতের শক্তি
বাংলা আমার পায়ের গতি
বাংলা আমার মুখের হাসি
বাংলা চোখের জল।
বাংলা জোগায় আশা ভরসা
বাংলা  মনের বল।
বাংলা আমার গর্ব, বাংলা অহংকার,
বাংলা আমার প্রতিবাদ, বাংলাই হুংকার।
আমি বাঙালি,  বাংলার ভক্ত
বায়ান্নতে দিয়েছি রক্ত
ধরেছিলাম হাতে অস্ত্র
করেছিলাম লাল বস্ত্র
তাই বাংলা আমার সবচেয়ে প্রিয়
বাংলা সব ভাষার শ্রেয়
তুমি বাঙালীর দেহের রক্ত প্রবাহমান
বাংলা বাঙালীর আকাশের সুরুজ, চন্দ্র দীপ্তিমান।
বাংলা তুমি ভাষা মহান
বাঙালীর শাণ, মান-সম্মান
বাংলাই আমার হাসির ধ্বনি
বাংলাই অভিমান।
বাংলাহীন বাঙালি যেন চিরমূক
বাংলায় কাঁদা তাও চিরসুখ
বাংলাই আমার মুখের বুলি
বাংলাকে আমি কিভাবে ভুলি?
সেকেন্ডে সেকেন্ডে করি তোমায় স্মরণ,
তোমার জন্য প্রয়োজনে সইবো মরণ।
বাংলার জন্য করবো আমি
মরনযন্ত্রণা হাসিমুখে বরণ।
আমি বাঙালী,  এই আমার প্রথম পরিচয়
আমার শিরা-উপশিরায় বাংলা বয়,
বাংলা তুমি আমার স্পন্দমান হৃদয়,
দিন-রাত্রী চব্বিশ ঘণ্টা আমি বাংলাময়
বাংলা তুমি আছো আমার দেহে মিশে,
প্রতিটি অঙ্গে, কোষে কোষে।
বাংলা তুমি বাঙালীর মনে চির অমর
বাংলা তুমি সঙ্গে রবে মরনোত্তর ।