মা একটি শব্দ নয়, অনুভূতি নাম।
মায়ের আদর যায়না কেনা, ব্যাপক তার দাম।
মায়ের কোল যেন সকল অভাব ছাড়া
মায়ের কোল যেন সকল স্নেহে ভরা।
মা ফোটায় হাসি আমার মুখে,
হাজার দু:খ বুকে চেপে রেখে।
সকল মুসিবত মুখে মায়ের নাম আসে
অসম্ভব হবে সম্ভব,  যদি মা থাকে পাশে।
মাই আমার জগৎ ,  মাই আমার বিশ্ব,
মাকে ছাড়া আমি যেন পুর টাই নিঃস্ব।
মাকে ছাড়া পৃথিবী আমার, কালো অন্ধকার
চারিদিকে হাহাকার, অনেক বেদনার।
মাই আমার জীবন
মাকে ছাড়া অন্ধ আমার দুই নয়ন।
মাকে ছাড়া বধির আমার দুই কর্ণ
তাইতো মা আমার কাছে লাখো গুন দামি থেকেও স্বর্ণ।
মা যেন একটি গাছ, দেয় আমায় ছায়া
মার কাছে আছে,  আমার জন্য সীমাহীন মায়া।
মা যে এক অমুল্য রতন
ভালোবাসলো সারাটি জীবন
মা কে ছাড়া থাকতে পারিনা
একটি মুহুর্ত, একটি ক্ষণ।
নিয়েছো আমার যত্ন, থেকে সেই জন্মলগ্ন
খাইয়েছো অন্ন, পান করিয়েছো জল,
তাইতো মা জান্নাত তোমার পায়ের তল।
আমার জন্য দিয়েছে মা হাজারো কোরবানি।
তাইতো মা আমি তোমার কাছে চিরঋনী।