প্রতিবাদের ভাষাতে বারুদ থাকে
রক্তাক্ত হৃদয়গুলো মিছিলে দাঁড়ায়
বুলেটের মুখোমুখি হয়।
ফাগুন এলেই বর্ণমালা টগবগিয়ে ওঠে
ঋদ্ধ পংক্তিমালায় সাজে কৃষ্টির মেলা
প্রদীপ্ত বসন্ত রং তুলি হাতে
বিশাল পোর্ট্রেটে আঁকে বিললিত বেলা
অগ্নিমুদ্রায় খেলে হোলি
ইথারে ইথারে ওড়ে ভাষার কাকলী
বর্ণমালার নিখুঁত বুননে সাজে
সমৃদ্ধ মৃত্তিকার সুবর্ণ আশ্বাস
সাজে গৌরব মাখে সৌরভ
অনাপোষী হৃদয়ের অবিনাশী ইতিহাস।