আমি আজ আমাতে সব হারিয়েছি,
তুমি কি হবে হৃদ মাজারের আপন পাখি?


আমি ছবি আঁকা শিখতে চাই,
তুমি কি হবে শিল্পীর আঁচড়ের রংতুলি?


আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি,
তুমি কি হবে স্বর্গের সেই অদেখা ঘুমপরী?


আঁধারে পথ হাঁটতে ভয় লাগে খুব,
তুমি কি হবে জ্যোৎস্না রাতের আলোধারা?


অস্তাচলে যখন সূর্য ডুবে যাবে,
তুমি কি হবে বাঁশ ঝাড়ের ঝিঁঝিঁপোকা?


দুঃখরাতে যদি অশ্রু ঝরে আঁখিপাতে,
তুমি কি হবে আমার শ্রাবণ ধারায় সুখ বারতা?