আবারো ছুটি,
জুই ফুল ছুঁয়ে দিলে শীতকাল,
চলে যায়, চলে,
বলে যায় কেবলই,
মৃত কোন ক্যক্টাস।


সূর্যমূখী বীজ, ছেয়ে যায়,
চেয়ে থাকে, দুচোখ ছাপানো অলিভের রং,
মৃত শিশু, মৃত গাছ,
পাশাপাশি শামুকের ঘর,
চুরমার।


আবারো ছুটি,
জুই ফুল ছুঁয়ে দিলে শীতকাল,
চলে যায়, চলে,
বলে যায় কেবলই,
মৃত কোন ক্যক্টাস।


ছোট পাখি, ছোট ঘর,
নীল ছাই, ছুঁয়ে দেয়,
আদিবাসী ঝিরিদের নাম,
মৃত কোন শ্যাওলায় জড়িয়ে,
করোটির ফাটোলে,
সাদা কোনো ফুল।


আবারো ছুটি, শীতকাল,
তোমাদের গল্প জানুক, অলিভের গাছ।