এইযে জীবন জুড়ে জড়তা
এই স্থানচ্যুত আহত ট্যাম পড়ে যাওয়া শরীরে
নতুন নতুন স্বার্থের প্রলেপ,
কতো সাবলীল!
উল্লেখযোগ্য ভাবে তবুও আমের মুকুলের সময় এখন,
যার ঝড়ে যাবার সে ঝড়ে যাবে,
যার চলে যাওয়ার সে চলে যাবে,
স্থুল ভাবে একটা জড়িয়ে থাকা জড়তা
নির্দিধায় একটা শিকড়ের জন্ম দিয়ে যাবে!
কি অদ্ভুত এই রং মহলের রং,
কখন কে কার, কে বা কারা দলচ্যুত কেউ জানে না,
কেবলই জানতে পারে আঙ্গুর রং এর মখমলে রুমালে মুখ মুছলেই তুমি নতুন কেউ,
নতুন দিন, নতুন দল এবং নতুন রং,
মেরুদণ্ডই কেবল পুরোনো আলমিরার তাকে তোলা থাকে কাসুন্দিতে জাড়িয়ে।