কথার জাল বুনছো তুমি, অনিশ্চয়তায় আমি
বিশ্বাস ধরেই তোমার পথে...
বড়বেশি একলা হয়ে গেলাম !
সাধ হয় বাড়িয়ে দেওয়া হাত দুটি তোমার
নিজের দুটি হাত এক করে দেই।
ভাবছো বুঝি এমন কেন বদলে গেলাম;
হয়না কেন আগের মতো জোঁছনা আকাশ
জানবে সবই আমার পথে হাঁটতে এলে
মনে না নিয়েই মেনেছি যদিও  
স্বাক্ষী রইলো দূরের আকাশ, চন্দ্র-তারা।
আবার যদি ভাসতে পারি একই স্রোতে
বাঁচবো তবে এই আশাতেই
মেঘ বালিকা, এমন কেন বিবর্ণ মন!
অভিমানী বর্ষণ এলে
কথার ফাগুন, অনেকদিনের অন্যমনে
অযাচিত অপূর্ণতায়
খুব করে ঝরিয়ে দিও চোখের কোনায়
স্বপ্ন স্নান একলা রাতে।